কলম্বিয়ায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ
ই-বার্তা ডেস্ক।। কলম্বিয়ায় কারফিউ উপেক্ষা করে শত শত লোক প্রেসিডেন্ট ইভান দাকের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। সহিংস বিক্ষোভের কারণে রাজধানী বোগোটায় কারফিউ জারি করা হয়।
দেশটিতে প্রতিবাদকারীরা সরকারের নীতি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে আসছে। সরকার সামাজিক সংস্কারের ঘোষণা দিলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা শুক্রবার(২৩ নভেম্বর) জাতীয় সংগীত গেয়ে এবং পাতিল ও প্যানের শব্দ তুলে বিক্ষোভ করে। এর একদিন আগে বিক্ষোভকালে তিনজন নিহত ও বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছে।
২০১৮ সালের আগষ্টে সমাজতন্ত্রবাদী ইভান দাক ক্ষমতায় আরোহনের শুরু থেকেই কলম্বিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এছাড়া বেকার সমস্যা, নিরাপত্তা ব্যবস্থার অবনতিসহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন দেশটির জনগণ। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার ইউনিয়ন শ্রমিক ও সামাজিক সগঠনগুলো দেশজুড়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।