রাজধানীতে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর খিলগাঁওয়ে দোকানের সরু জায়গায় আটকে পড়া এক কুকুরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মো. রাজন (২৪) নামের এক যুবক।
রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. রাজন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার লালচান মিয়ার ছেলে। তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী। এর আগে শনিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের তালতলা সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজধানীর খিলগাঁওয়ে দোকানের সরু জায়গায় আটকে পড়া এক কুকুরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবক গুরুতর আহত হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু