ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেন অধিনায়কসহ ৪ ক্রিকেটার
ই- বার্তকা ডেস্ক।। সাধারণত যেকোনো টেস্ট ম্যাচের সূচি সাজানো হয় পাঁচদিন খেলা হবে ধরে। মাঠের খেলা ২, ৩ বার ৪ দিনে শেষ হয়ে গেলেও দুই দলের জন্য হোটেল বুকিং, ফ্লাইট বুকিং বা অন্যান্য সবকিছুই করা হয় পাঁচদিনের জন্য।
যেমনটা করা হয়েছিল বাংলাদেশ-ভারতের ইডেন টেস্টের জন্যও। পাঁচ দিনের টেস্ট হবে ধরেই বাংলাদেশ দলের দেশে ফেরার ফ্লাইট সিডিউল করা হয়েছিল। মূলতঃ সেটাই নিয়ম। খেলা যে কয়দিনেরই হোক না কেন, পাঁচ দিন ধরেই অফিসিয়াল সিডিউল করা হয়।
সে হিসেবে কলকাতা টেস্ট চলার কথা ছিল ২৬ তারিখ পর্যন্ত। তাই, ২৭ তারিখ বাংলাদেশ বিমানের কলকাতা-ঢাকা ফ্লাইটেই রাজধানীতে ফেরার কথা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের; কিন্তু তা আর হচ্ছে না। মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এখন ভেঙে ভেঙে যে যার যার মতো দেশে ফেরার পথ খুঁজছেন।
গতকাল (রোববার) রাতে অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন কলকাতা ছেড়ে চলে এসেছেন রাজধানী ঢাকায় উদ্দেশ্যে। দলের আরেকটি বড় বহর ঢাকায় ফিরবে আজ (সোমবার) রাত ৯টায় বিমানে কলকাতা-ঢাকা ফ্লাইটে।