ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ই-বার্তা ডেস্ক।। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি কাজী শাহেদুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু