শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’
ই-বার্তা ডেস্ক।। গল্প ও নির্মাণে প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য ‘ন ডরাই’ ছবিটি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। অবশেষে কেটে গেছে সেই বাধা। সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ন ডরাই’ এবার আসছে প্রেক্ষাগৃহে।
গতকাল সোমবার সেন্সর ছাড়পত্র পেয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এই ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তানিম রহমান অংশু।
তিনি বলেন, ‘গতকাল ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অর্থাৎ আগামী ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।
তিনি আরও বলেন, ‘সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ী কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কারেকশনগুলো খুব বেশি না। ছবির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেভাবেই আমরা দর্শকের সামনে “ন ডরাই” উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি।’
এদিকে, ‘ন ডরাই’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল। এর চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত।
জানা গেছে, ‘ন ডরাই’ ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে।