হংকংকে সমর্থন দেওয়ার আইনে ট্রাম্পের সম্মতি
ই-বার্তা ডেস্ক।। চীনের আধা-স্বায়ত্তশাসিত শহর হংকংয়ে মানবাধিকার রক্ষা বিষয়ক একটি আইন পাস হয়েছে আমেরিকায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বিলে সই করেছেন।
গত কয়েক মাস ধরে চীনের ‘দমন-নিপীড়নের’ বিরুদ্ধে আন্দোলন করা হংকংয়ের সঙ্গে আমেরিকার ভালো বাণিজ্যিক সম্পর্ক অনেক দিনের।
আমেরিকার নতুন আইনের কারণে বেইজিং বাণিজ্যিকভাবে আরও চাপে পড়বে। মার্কিন মুলুকে এ ধরনের আইন পাস হলে ‘অভিযুক্ত’ দেশের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করা হয়।
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে এখন চীনবিরোধী আন্দোলন চলছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটি রীতিমতো উত্তাল ছিল। এখনো প্রায় একই অবস্থা।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হয়নি তারা।
চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সেই আদিকাল থেকে ‘খারাপ’। ট্রাম্পের আমলে অবস্থা আরও শোচনীয়। বাণিজ্যযুদ্ধে কেউ কাউকে ছাড়ছে না।