সরকারের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না : রিজভী
ই- বার্তা ডেস্ক।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘আওয়ামী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠাকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকারপ্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। তারাই বেগম খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আজও দেশনেত্রীর জামিন না হওয়া সরকারের সুদূরপ্রসারী ঘটনাবর্তের অংশ। দেশের জনগোষ্ঠীর আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেয়ায় বাংলাদেশ এখন আশঙ্কা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড হয়ে উঠছে।’
তিনি বলেন, ‘বেগম জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ এবং অগ্রগামী। বেগম জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিএনপি নেতাদের গ্রেফতার ও তাদের নামে মামলা হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির এই নেতা বলেন, ‘দেশের বিরোধী শক্তিকে জর্জরিত করার জন্য সরকার সব শক্তি নিয়োগ করেছে। সরকারের দুর্বিনীত হাতের হিংস্রতা এ মুহূর্তে চরম আকার ধারণ করেছে। তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশু রাতে। গত পরশু রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আটকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং নেতাদের নামে হওয়া মামলা প্রত্যহারের দাবি জানান তিনি।