খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল
ই- বার্তা ডেস্ক।। আজ শনিবার বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
নগরীর শিববাড়ীর মোড় থেকে মিছিলটি মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীনের নেতৃত্বে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়দেবপুর বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে, সিরাজুল ইসলাম সিরাজ, সোবেল প্রধান, চৌধুরী কামরুল, সিরাজুল ইসলাম সাথী, মুশফিকুর রহমান নজরুল, মোস্তাফিজ রহমান মোস্তফা, মো. মনির হোসেন, এড. কামরুল ইসলাম রাসেল, এরশাদ, শরীফ সরকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
একই সময় মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন বশিরের সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জসিম উদ্দিন ভাট, জিল্লুর রহমান মাসুম প্রমুখ।