অপহরণের ৩২ দিন পর উদ্ধার দুই নেত্রী
ই-বার্তা ।। অপহরণের এক মাস একদিন পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়া সোনা চাকমা বৃহস্পতিবার রাত আটটার দিকে ফিরে এসেছেন।
খাগড়াছড়ি সদরের মধুপুর এপিবিএন গেট এলাকায় তাদের ছেড়ে দেয়া হয়। এ সময় সেখানে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কারা এ দুই নেত্রীকে ছেড়ে গেছেন তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা দুই নেত্রী ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ছাড়া পাওয়ার পর তারা অভিভাবকদের সঙ্গে খাগড়াছড়ি থেকে বাড়ির পথে রাঙ্গামাটির উদ্দেশে রওনা দেন।
১৮ মার্চ রাঙ্গামাটির কুতুকছড়ি থেকে সকাল সোয়া নয়টায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দয়া সোনা চাকমার বাবা বৃষধন চাকমা বাদী হয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।