মনোনয়নপত্র জমা দিলেন তাপস-আতিক
ই- বার্তা ডেস্ক।। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের হাতে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ ঢাকা উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, ফুটবলার সালাহউদ্দিনসহ বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এ সময় উপস্থিত ছিলেন।