রাজধানীতে ২৪৫৮ ইয়াবাসহ ২০ মাদকসেবী গ্রেফতার
ই- বার্তা ডেস্ক।। রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
আজ বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারের সময় ২০ জনের কাছ থেকে দুই হাজার ৪৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম হেরোইন ও ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রুজু হয়েছে।