সব কিছুর বিনিময়ে বাবার সুস্থতা চান স্টোকস
ই-বার্তা ডেস্ক।। তার ব্যাটে চড়ে ঘরের মাটিতে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। এরপর হেডিংলিতে অতিমানবীয় এক সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ১ উইকেটে জেতালে অ্যাশেজের টেস্ট। সব মিলিয়ে স্বপ্নের মতো একটা বছর কাটালেন বেন স্টোকস।
বছরের শেষ দিকে এসে এসবের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার। কিন্তু সেই স্টোকস এখন বুঝতে পারছেন না, এ বছরটা তার ভালো গেল কি না। কারণ এই ক্রিসমাস, বছরের শেষ দিন কাটিয়েছেন তিনি অসুস্থ বাবার বিছানার পাশে। তার বাবা এখন দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন।
নতুন বছরের শুরুতে স্টোকস তাই বলছিলেন, গত বছর যত সাফল্য পেয়েছেন, সব বিসর্জন দিতে রাজি আছেন তিনি—কেবল বাবাকে সুস্থ দেখতে চান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু