রাতে কমবে তাপমাত্রা, সোমবার থেকে শৈত প্রবাহের আভাস
ই-বার্তা ডেস্ক।। রোববার সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা। সোমবার থেকে আবারও জেঁকে বসতে পারে শীত। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরচ।
আগের দিনের ধারা অব্যাহত রেখে শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। ফলে শীতের তীব্রতা কম ছিল। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর হিমেল হাওয়ার সঙ্গে শীত কিছুটা বাড়তে থাকে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিকেল নাগাদ বৃষ্টি থেমে শীতের তীব্রতা বাড়তে পারে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে শীত আরও জেঁকে বসতে পারে। এর মধ্যে বছরের প্রথম ও মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু