সেন্সর পাবার আগেই মুক্তির দিন নির্ধারন করল ‘চালবাজ’
ই-বার্তা।। ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী শুভশ্রী জুটির নতুন ছবি ‘চালবাজ’।
সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি প্রতীক্ষিত এ ছবিটি এবার জমা পড়েছে সেন্সর বোর্ডে। কলকাতার জয়দ্বীপ মুখার্জি পরিচালিত এ ছবিটি গত ১৮ এপ্রিল সেন্সর বোর্ডে জমা পড়েছে।
ছবির নায়ক শাকিব খান হলেও এটি মূলত ভারতীয় ছবি। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তার এনইউ ট্রেডার্সের ব্যানারে ছবিটি আমদানি করেছেন।
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দিয়েছি। গতকাল দেখার কথাও ছিল। সব ঠিক থাকলে আগামী রোববার সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেন্সরের আগেই আমরা আনঅফিশিয়ালি সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ এপ্রিল মুক্তি দেব। কিন্তু সেন্সর পাওয়ার আগে তা সঠিকভাবে বলা যাবে না। তবে ইতিমধ্যে ছবিটির বুকিং শুরু হয়ে গেছে।’