মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান
ই-বার্তা ডেস্ক।। ইরাকে অবস্থিত দুইটি মার্কিন বিমান ঘাটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
পেন্টাগন জানায়, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাটিতে মিসাইল হামলা হয়েছে। ইরান থেকেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসাবে এই হামলা করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হোয়াইট হাউজ পরিস্থিতির ওপর নজর রেখেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ‘ইরাকে মার্কিন ঘাটিতে হামলার খবরের ব্যাপারে আমরা খবর পেয়েছি । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উলেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। এর পরই তার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু