সব ধরনের কাজ করতে ভালো লাগে: পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল। বাংলাদেশি একজন মডেল ও অভিনেত্রী। দেশের বাইরেও মডেল হিসেবে পরিচিতি রয়েছে পিয়ার। সম্প্রতি স্পেনে একটি ফটোশুট করেছেন তিনি। এ বিষয়ে দেশের একটি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই মডেল। জানালেন নানা কথা। 

এখন কোথায় আছেন?

প্যারিসে। কাল স্পেন থেকে এখানে এসেছি।

স্পেনে ফটোশুট করেছেন। কেমন লাগলো?

ডিএএনজে এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানের উদ্যোগে একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়েছিলাম। আমার ছবি তুলেছেন হায়দার খান। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।

আন্তর্জাতিকভাবে মডেলিং করতে কেমন অনুভূতি হয়?

সব ধরনের কাজ করতে ভালো লাগে কারণ আমি আমার শখ থেকে মডেলিং করি। সেটা লোকাল কিংবা আন্তর্জাতিক পর্যায়ের হোক না কেন! মডেলিং ছোট পরিসরেও করতে যেমন উপভোগ করি তেমনি বড় আয়োজনেও। তবে গোছানো কাজ করতে অনেক ভালো লাগে।

মডেলিং করতে পরিবার থেকে সমর্থন পেয়েছেন কী?

হ্যাঁ পেয়েছি। আমার কাজকে পরিবার অনেক সম্মান করে।

দেশে ফিরবেন কবে?

এখন প্যারিসের অনেক জায়গা ঘুরে দেখছি। সবকিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল দেশে ফিরব।