তরুণরা পথ হারালে দেশ অন্ধকারে তলিয়ে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। শুদ্ধি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুরোপুরি সুনিশ্চিত হওয়ার পরই অভিযান চালানো হবে।
তিনি বলেন, ‘মাদক একটি ভয়ংকর নেশা। যিনি একবার এ নেশায় আসক্ত হবেন তিনি আর বের হতে পারেন না। মাদক সর্বনাশা। ভবিষ্যৎ প্রজন্ম (তরুণ) যাতে মাদক ও জঙ্গিবাদে না জড়ায় সেটি নিয়ে কাজ করছি। তারা পথ হারালে এই দেশ অন্ধকারে তলিয়ে যাবে।’
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা র্যাব-৭ সদর দফতরে আয়োজিত মাদক ধ্বংস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানে ২০১৫ সালে চট্টগ্রাম বন্দর থেকে উদ্ধার ৩৭০ লিটার কোকেন ধ্বংস করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ কোকেনের চালানটি ধরতে র্যাবের ভূমিকা ছিল অনন্য। কোকেনের চালানটি সর্বপ্রথম র্যাব শনাক্ত করে। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে তা আটক করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অধিকাংশকেই আমরা শনাক্ত করতে সমর্থ হয়েছি। এর মূলহোতারা জেলে।’
তিনি বলেন, ‘কোনোভাবেই আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নির্দেশনার কারণে আমরা মাদকের বিরুদ্ধে লড়াইয়ের শক্ত অবস্থানে আছি।’
এর আগে মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর নির্দেশগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল- জঙ্গিবাদ নিয়ে, আমরা জঙ্গিবাদ দমন করেছি। এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা মাদকের তৎপরতা বন্ধে তিন ভাগে কাজ শুরু করেছি।’