আ’লীগ যেটাই করে বিএনপির কাছে তা কালো আইন: আইনমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন যে, বিএনপি আইন বুঝুক আর না বুঝুক আওয়ামী লীগ যেটাই করে সেটাই ওনারাদের কাছে কালো আইন বলে মনে হয় ।
আজ শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার আইনকে ‘কালো আইন’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় আনিসুল হক বলেন, আমি তাদের বলবো, এই আইনটা পড়তে হবে, বুঝতে হবে তারপর যেন ওনারা (বিএনপি) মন্তব্য করেন।
এসময় আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।
এরআগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে তিনি কসবা উপজেলার স্থানীয় বিভিন্ন রাজনীতির প্রোগ্রামে যোগ দেন।
আইনমন্ত্রী আনিসুল হকের বিকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় থাকার কথা রয়েছে।