শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর উত্তর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী ও দোয়া
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মহানগর উত্তর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী, দেশব্যাপী দোয়া, খাবার বিতরণ ও ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৮সেপ্টেম্বর রবিবার বৃক্ষরোপণ কর্মসূচী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন বাদ আসর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে মিরপুর ৬ নাম্বার জামে মসজিদ সংলগ্ন এতিম খানায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।