কিসের অভাববোধ করছেন শাহরুখপত্নী?
ই-বার্তা।। বলিউড তো বটেই সারা বিশ্বের মধ্যে সবশ্রেষ্ঠ ধনী অভিনেতাদের তালিকায় অনেক উপরেই আছে শাহরুখ খানের নাম৷ কিন্তু সেই অভিনেতার পত্নী গৌরি খান গভীরভাবে অভাব বোধ করছেন একটা জিনিসের? যার জন্য তিনি পরোক্ষভাবে দোষারোপ করলেন মেয়ে সুহানাকেই৷
বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে ফেললেন তাই তো? না, অতটাও গুরুতর নয় বিষয়টা৷ আসলে আর একমাস বাদে সুহানা পড়বে ১৮-তে৷ কিশোর বয়স পেড়িয়ে সে হবে প্রাপ্তবয়স্ক৷
জীবনের এই পরিবর্তনটা গভীরভাবে মিস করছেন গৌরি খান৷ আর এই বিষয়টাই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সকলের জন্য৷
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি সুহানার একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, “এখনও তোমার কাছে সময় আছে কিশোর বয়সটা এনজয় করার৷”
ছোট্ট একটা ক্যাপশনের গুরুত্ব অনেক বেশী সেটা হয়তো সকলেই বুঝতে পেরেছেন৷ এই বয়সটা একটা সময় পেড়িয়ে এসেছেন গৌরী নিজেও, ফলে কিশোর বয়সের মাধুর্যতা তাঁর মিস করাটা স্বাভাবিকই৷
অন্যদিকে প্রাপ্তবয়স্ক হলেই তাঁর কাঁধে উঠবে একের পর এক গুরুদায়িত্ব৷ সেই দায়িত্বগুলো পালন করার আগে সুহানার কাছে রয়েছে আরও একটা মাস৷ ফলে এই দিনকটা একটু হাসিখুশিতেই সুহানা কাটাক এমনটাই চান মা গৌরী৷