বিপিএলের টুর্নামেন্ট সেরা তামিম ইকবাল
ই-বার্তা ডেস্ক ।। ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন তামিম ইকবাল। আসরজুড়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনিই পেলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের স্বীকৃতি। ছবিঃ সংগৃহীত।
৪৬ ম্যাচের টুর্নামেন্ট শেষে সেরা ব্যাটারের খেতাবটিও তামিমের নামের পাশে। ফরচুন বরিশালের জার্সিতে তিনি করেছেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি খেলেছেন ২৬ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ১৫ ম্যাচে তিনটি ফিফটিসহ ৩৫.১২ গড়ে তার স্ট্রাইকরেট ছিল ১২৭.১৩।
তামিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমিল্লার তাওহিদ হৃদয়। ১৪ ম্যাচে ৪৬২ রান নিয়ে দুইয়ে আছেন তিনি। দুই ফিফটি ও এক সেঞ্চুরিসহ ৩৮.৫ গড়ে ১৪৯.৫১ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। টুর্নামেন্টের এক আসরে তামিমের চেয়ে বেশি রানের কৃতিত্ব আছে শুধু দুজন ব্যাটসম্যানের- রাইলি রুশো (২০১৯ সালে ৫৫৮ এবং ২০২০ সালে ৪৯৫ রান) ও নাজমুল হোসেন শান্ত (২০২৩ সালে ৫১৬ রান)।