গেইলের কাণ্ডে দেখে অবাক হলেন সাকিব

সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের ঘটনা। তখন ষষ্ঠ ওভারের খেলা চলছে। ২৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া হায়দরাবাদের হাল ধরেছেন সাকিব আল হাসান ও মনিশ পান্ডে। আর বোলিং প্রান্তে  ছিলেন বারিন্দার শ্রান। এ সময় দেখা গেল হুট করেই উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে গেছেন ক্রিস গেইল!

 

ওই সময়ে অবশ্য কিপিং প্যাড পরেনি গেইল। কিন্তু ওভাবেই প্রথমে উইকেটের ডান পাশে এরপর বাম পাশে অর্থাৎ কিপারের জায়গায় এসে দাঁড়ান তিনি। শুধু তা-ই নয়, বারিন্দার শ্রানকে বোলিং করার নির্দেশও দেন। অবাক হয়ে গেইলের সেই কীর্তি দেখছিলেন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব।

 

এমন সময় চলে আসেন মাঠের বাইরে যাওয়া আসল উইকেটরক্ষক লোকেশ রাহুল। গেইলের কিপিং করার সাধ আর পূরণ হয়নি। রাহুলের হাতেই তুলে দেন তার গ্লাভস। অবশ্য সে সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন, পার্ট-টাইম উইকেটরক্ষক গেইলে তারা বেশ আনন্দই পেয়েছেন।

 

পার্ট-টাইম উইকেটরক্ষক ক্রিস গেইল! ছবি: সংগৃহীত

পার্ট-টাইম উইকেটরক্ষক ক্রিস গেইল! ছবি: সংগৃহীত

 

মাঠে কিংবা মাঠের বাইরে—সবখানেই ক্রিস গেইলের সরব উপস্থিতি। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি আমুদে স্বভাবের জন্য বরাবরই বিখ্যাত ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরেও দেখা মিলল সেই আমুদে গেইলের।