প্রেমিকা রুক্মিনীকে সরিয়ে নতুন নায়িকা নিলেন দেব

ই-বার্তা ডেস্ক ।। কিছুদিন ধরে তুমুল বিতর্ক জন্ম দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। ‘হই- চই আনলিমিটেড’ ছবি থেকে অভিনেত্রী মিমিকে সরিয়ে প্রেমিকা রুক্মিনীকে নিয়েছেন বলে  ব্যাপক সমালোচনায় বিদ্ধ হন দেব। এবার  আবার  প্রেমিকা রুক্মিনীকে সরিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ‘হইচই আনলিমিটেড’ ছবির পরিচালক অনিকেত চট্রোপাধ্যায়। 

 

‘হইচই আনলিমিটেড’ ছবিতে মিমি, রুক্মিণী দু’জনের কাউকেই নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ছবিটির পরিচালক অনিকেত। তাঁদের পরিবর্তে দেবের বিপরীতে অভিনয় করবেন আরেক জনপ্রিয় নায়িকা কৌশানী মুখপাধ্যায়।

 

ভারতীয় গণমাধ্যমকে অনিকেত জানান, ‘মিমির সঙ্গে দেবের কিছুটা ঝামেলা থাকলেও রুক্মিণীকে ছবিতে নিচ্ছেন না দেব। ইতিমধ্যে নতুন অভিনেত্রী হিসেবে কৌশানী মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়েছে।

 

চরিত্রটির জন্য অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর ব্যস্ততা থাকায় কৌশানীকে নেওয়া হয়েছে।‘‘হইচই আনলিমিটেড’ ছবিতে দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়।

 

 

 

ই-বার্তা/ডেস্ক