টানা বৃষ্টিতে শুটিং বিলম্ব হচ্ছে শাকিব-বুবলীর শুটিং
‘সুপার হিরো’ ছবির শেষ পর্যায়ের শুটিং শুরু হয়েছে আবার। যথাসময়েই উপস্থিত ছিলেন ছবির মূল দুই অভিনেতা শাকিব খান ও শবনম বুবলী। কিন্তু টানা বৃষ্টিতে শুটিং বিলম্ব হচ্ছে।
সিনেমার পরিচালক আশিকুর রহমান জানান,‘টানা তিনদিন শুটিং করলেই আমাদের শেষ হবে। সকালটায় ঠিকঠাক শুটিং শুরু করতে পারলেও দুপুরের পরই বৃষ্টি হানা দেয়। আমার চেয়ে বিপাকে আছেন শাকিব ভাই ও বুবলী। কারণ শাকিব ভাইয়ের শিডিউল জটিলতা আছে।
ছবিটি চলতি মাসেই সেন্সরে দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন,‘ আমরা ছবির শুটিয়ের ফাঁকে ফাঁকে এডিটিংও শেষ করেছি। গত দুদিন আগে আমরা ছবির ডাবিং করেছি। এখন যে কয়েকটি দৃশ্য ধারণ হবে। সেগুলোর ডাবিং এরই মধ্যে করে ফেলব। আশা করছি চলতি মাসে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’
ছবিটি কেমন হবে জানতে চাইলে পরিচালক আশিকুর রহমান বলেন,‘ ছবিটি মূলত অ্যাকশন রোমান্টিক। আর শাকিব ভাই যে চরিত্রটা করছেন। সেটাও তার জন্য নতুন বলা যায়। চরিত্রটা পুরোপুরি নতুন কিনা না বলতে পারলেও উপস্থাপনটা ভিন্নভাবে করার চেষ্টা করেছি। অ্যাকশন রোমান্টিক এই ছবিতে বুবলীকেও নতুন পাবে পাওয়া যাবে। আমার নির্মিত এর আগের ছবিগুলো দর্শক পছন্দ করেছেন, আশাকরি এই ছবিটি দেখে তাদের ভালো লাগবে। ’
উল্লেখ্য, শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবিসহ আরও অনেকে।