প্রিয়াঙ্কায় মুগ্ধ হলিউড
ই-বার্তা।। ‘মেট গালা ২০১৮’-এর রেড কার্পেটে হলি মাদারের বেশে হাজির হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অফ শোল্ডার রেড গাউনের সঙ্গে গোল্ডেন মেটালিক স্কার্ফ। ঠিক যেমনটা থাকে ক্যাথলিক চার্চে মাদার মেরির মাথায়। একেবারে সেরকম স্কার্ফ। শুধু কাপড়ের পরিবর্তে ধাতুর তৈরি।ইভেন্টের থিমই অবশ্য ছিল স্বর্গীয় কোনও পোশাক।
প্রিয়াঙ্কার এই বেশে মুগ্ধ হলিউড। বরাবরই হলিউডে নতুন কিছু করতে চেয়েছেন প্রিয়াঙ্কা।
এবার স্টাইলের দিক দিয়ে জেনিফার লোপেজকেও হার মানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার পাশে অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে হলিউডের অভিনেত্রীদের।
লাল গাউনে দীপিকাও গিয়েছিলেন সেখানে। তবে নজর কেড়েছেন কেবল প্রিয়াঙ্কাই। ইভেন্টের থিমই অবশ্য ছিল স্বর্গীয় কোনও পোশাক।
ক্যাথলিক ডিজাইনের হতে হবে সেই পোশাক। সেই থিম মেনেই পোশাক পরেছিলেন অভিনেত্রীরা। সবথেকে নজরকাড়া পোশাক ছিল প্রিয়াঙ্কার।