কানের লালগালিচায় গোলাপী আভা ছড়ালেন দীপিকা
ই-বার্তা।। কান উৎসবের লালগালিচায় গোলাপী আভা ছড়িয়ে এ বছর কান চলচ্চিত্র উৎসবের পালা শেষ করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গোলাপী রঙের গাউনে এই বলিউড আবেদনময়ী এইবার উঠেছিলেন কানের লাল্গালিচায়।
এর আগের দিন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের সাদা গাউন পরে লাল গালিচায় হাজির হন দীপিকা। সঙ্গে পরেছিলেন হীরের দুল।
এ বছরও বিশ্বখ্যাত প্রসাধনী পণ্য ল’রেলের হয়ে কান উৎসবে হেঁটেছেন দীপিকা। পণ্যটির শ্যুভেচ্ছাদূত হয়ে গত বছরও ঝলমলে উপস্থিতি দিয়ে নজর কাড়েন দীপিকা।
শুধু দীপিকাই নন, এ বছর কান উৎসবে এরইমধ্যে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। ভারত থেকে কান উৎসবে আরও দেখা যেতে পারে সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাইকেও।