তৃতীয় সপ্তাহেও ‘চালবাজ’ ১১০টি প্রেক্ষাগৃহে !
ই-বার্তা ।। ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত ২৭ এপ্রিল বাংলাদেশে মুক্তির পর ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
এরপর সাফটা চুক্তির আওতায় গত ২৭ এপ্রিল বাংলাদেশের ১০৪ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতীয় ছবি হলেও নায়ক শাকিব খান হওয়ায় মুক্তির আগে থেকেই বাংলাদেশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ‘চালবাজ’। মুক্তির পর তার প্রমাণও পাওয়া গেল।
এ বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এ ছবিটিই গ্রহণ করেছেন দর্শকরা। তাই মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটি বাংলাদেশের ১১০টি প্রেক্ষাগৃহে চলছে বলে জানালেন ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। এছাড়া কলকাতায়ও ছবিটি ভালো চলছে বলে জানিয়েছেন কলকাতার এ প্রযোজক।তবে এ সপ্তাহে অনেক হল থেকেই চালবাজ নেমে যাবে বলেও জানালেন তিনি।
এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, ‘হিরো হিসেবে শাকিব খানের মধ্যে ফুল প্যাকেজ রয়েছে। তার অভিনীত চালবাজ ছবিটিও বিনোদনের ফুল প্যাকেজ। ছবিটি কলকাতার পর বাংলাদেশে মুক্তি দিয়েছি আমরা। রোজার পুরো মাসই অনেক হলে চালবাজ চালাবে বলেও জানা গেছে। তবে এই সপ্তাহ থেকেই অনেক হল থেকে ছবিটি নামানো হবে।’
চালবাজ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। ছবিটি প্রথমে যৌথ প্রযোজনার কথা বলে নির্মাণ করা হলেও পরবর্তীতে যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তন হওয়ায় ভারতীয় প্রতিষ্ঠানের একক প্রযোজনায় সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেয়া হয়।