শেষ রক্ত বিন্দু লড়াই করে গেছেন তিনি
ই-বার্তা।। গত ডিসেম্বরের কথা। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর বিক্ষোভ ফেটে পড়ে গাজা উপত্যকা। সেই সময় হুইল চেয়ারে বসেই দখলদার ইহুদি শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হন ইব্রাহিম আবু সুরিয়া (২৯) নামের এক পঙ্গু ফিলিস্তিনি।
সেই ঘটনার ৬ মাস পেরোনোর আগেই সেই জেরুজালেম ইস্যুতে এবার প্রাণ দিলেন আরেক পঙ্গু ফিলিস্তিনি। নাম ফাদি আবু সালাহ। এর আগে, বহুবার ইসরায়েলি রোষানলের শিকার হলেও দমে যাননি। তবে এবার আর প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারেননি তিনি। তবে দেশের স্বাধীনতার জন্য তিনি দেওয়া শেষ রক্ত বিন্দু অবশ্যই লড়াইয়ের প্রেরণা যোগাবে অন্য ফিলিস্তিনিদের।
গতকাল সোমবার তেল আবিদ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদের জানাতে গিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত যে ৫৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের মধ্যে ফাদি আবু সালেহ একজন।
কৈশোর থেকেই ইসরায়েলি আগ্রসরের বিরুদ্ধে লড়াই শুরু করেন আবু সালাহ। তরুণ বয়সেই ইসরায়েলি সেনাদের হাতে ধরা পড়ে বন্দি জীবন কাটান। ছাড়া পেয়ে আবারও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেন তিনি।
২০০৮ সালে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের পর ছয় মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হন। সে সময় ইসরায়েলি সেনাদের গুলিতে পা হারান ফাদি আবু সালেহ। গত ডিসেম্বরে নিহত ইব্রাহিম আবু সুরিয়াও সে সময় পা হারিয়েছিলেন। তবে পঙ্গুত্বও দমিয়ে রাখতে পারেনি আবু সালেহ কিংবা আবু সুরিয়াদের মতো দেশ প্রেমিক ফিলিস্তিনিদের। তাইতো মাতৃভূমিকে মুক্ত করতে শেষ পর্যন্ত জীবনের শেষ রক্ত বিন্দুও উৎসর্গ করে গেলেন তারা।