কিউবায়র হাভানায় ১০৪ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
ই-বার্তা ডেস্ক ।। কিউবার হাভানায় বোয়িং ৭৩৭ যাত্রাবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
শুক্রবার হাভানার প্রধান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। এ ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি।
রাষ্ট্রীয় মালিকানাধীন কিউবান ডি অ্যাভিয়াকন এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের এই বিমানটি ১০৪ যাত্রী নিয়ে হলজুইন শহরের দিকে দিকে যাচ্ছিল।
দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দর থেকে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে আসছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মাসে শপথ নেয়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়ের ডিয়াজ-কানেল ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন।
তিনি বলেন, সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এটা এক দূর্ভাগ্যজনক বিমান দূর্ঘটনা।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। প্যানোরমা এয়ারলাইন্সের কাছ থেকে ভাড়া নিয়ে সেটি চালানো হচ্ছিল।
খবর রয়টার্স