আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৮
ই-বার্তা।। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের ফুটবল স্টেডিয়ামে মুহুর্তের মধ্যে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফুটবল খেলার স্টেডিয়ামটিতে ক্রিকেট ম্যাচ চলছিল।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, পবিত্র রমজান মাসের শুরুতে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, দুটি রকেটের মাধ্যমে এ বোমা হামলা করা হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, পরপর তিনটি বোমা হামলায় আটজন দর্শক নিহত হয়।
হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের সীমান্তঘেঁষা প্রদেশ নাঙ্গারহারে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে।