ক্যারিয়ার নষ্টের ভয়ে মুখ খুলতে চাননা বলি-হিরোইনরা
ই-বার্তা।। এ বছর ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাওয়াত ছাডা়ও ‘কান চলচ্চিত্র উৎসব’ উপস্থিত ছিলেন অভিনেত্রী হুমা খুরেশি৷
রেড কার্পেটে সুন্দর বেশভূষায় হাঁটা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন এই বলি-অভিনেত্রীরা৷ সেরকমই এক অনুষ্ঠানে হাজির ছিলেন হুমাও৷ যেখানে তাঁকে কাস্টিং কাইচ নিয়ে প্রশ্ন করায় তিনি সরাসরি জানিয়ে দিলেন, এটা সর্বত্রই ঘটে থাকে৷ কেবল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়৷ তাঁর মতে বেশিরভাগ নায়িকারা এ বিষয় কোন মন্তব্য করতে চান না৷ কারণ এতে তাঁদের সমস্যার সম্মুখীন হতে হবে! তা চুপ করে থাকেন তাঁরা৷
‘#MeToo’ ক্যাম্পেনের পরই হলিউড থেকে বলিউডের বহ অভিনেত্রীরা কাস্টিং কাউচ, কাজের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে এনেছেন৷ হলিউডের উমা থার্মান থেকে শুরু করে টিনসেলের রাধিকা আপ্তে প্রায় কেউই বাদ নেই এই তালিকা থেকে৷
তবে বলিউডে কম অভিনেত্রীরাই মন্তব্য করেছেন এ ব্যাপারে৷ যেমন মুখ খোলেননি প্রথম সাড়ির হিরোইনরা৷ সেই দিকটিতেই হাইলাইট করে হুমাকে প্রশ্ন করা হয়েছিল কেন বলি-অভিনেত্রীরা এ বিষয় কোন কথা বলেন না৷ তখন তিনি জানান, “অধিকাংশ তারকারা কাস্টিং কাউচ নিয়ে কথা বলতে চান না সমস্যা ভয়৷ ভাবেন কিছু মন্তব্য করলেই তাঁদের কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে৷ কারণ সত্যিই যখনই কোন মহিলা যৌন নিগ্রহের কোন প্রসঙ্গ তোলেন তাঁকে প্রবলেম ফেস করতে হয়৷”
হুমা আরও জানান, সমাজকে এই ব্যাপারে মহিলাদের পাশে দাঁড়াতে হবে৷ একজন মহিলা যখন এ ধরণের কোন সমস্যার কথা জনসমক্ষে জানাচ্ছেন তখন নিশ্চই তিনি সাহায্য চান৷ যদিও নায়িকার মতে এখনকার পরিস্থিতি আগের থেকে অনেক বেটার৷