চিকিৎসায় উন্নতি হচ্ছে ইরফান খানের
ই-বার্তা।। নিউরোএন্ডোক্রাইন টিউমার নামে এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। গত দুই মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এই শক্তিমান অভিনেতা।
এ-প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা সুজিত সরকার মুম্বাই মিররকে বলেন, আমি ওদের দুজনের সাথে কথা বলেছি। ইরফান ও তাঁর স্ত্রী সুতপা শিকদারের সাথে কথা বলে জানতে পেরেছি, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ইরফান। ইরফান ইতিমধ্যে বুঝে গেছেন যে বেশ কঠিন একটা অসুখের সাথে লড়ছেন তিনি। সুতরাং মন শক্ত করে এবার লড়াইটা লড়ছেন।
এর আগে ইরফানের সাথে ‘পিকু’ ছবিতে কাজ করেছেন সুজিত। আগামী মাসে তিনি ইরফানের সাথে দেখা করতে যাবেন বলেও জানান সুজিত।
নির্মাতা সুজিত সিরকার ইরফানকে নিয়ে স্বাধীনতাযোদ্ধা উধাম সিং-এর একটি বায়োপিক নির্মাণে আগ্রহী। আর এটার কাজ তিনি শুরু করবেন এ বছরের শেষ নাগাদ।
সুজিত বলেন, আমরা এ বছরের শেষ নাগাদ ছবিটি নির্মাণ শুরু করব। আমরা মূলত ইরফানের সুস্থ হওয়া এবং অভিনয়ে ফেরার অপেক্ষা করব। কেননা তিনি আমাদের একজন শক্তিমান অভিনেতা এবং ভালো বন্ধু।