দেব-রুক্মীনী গোপনে বাগদান সম্পূর্ণ !

ই-বার্তা ডেস্ক ।। দেব-রুক্মিনী কলকাতার সিনেমায় আলোচিত জুটি। প্রেম নিয়ে নানা  ধরণের মুখরোচক গল্পের শেষ নেই। মাঝে মাঝে শোনা যায় তারা বিয়ে করেছেন আবার শোনা যায় তারা বিয়ের আয়োজন করতে যাচ্ছেন।

 

সম্প্রতি সমস্ত জল্পনা কল্পনার ইতি টেনে  গোপনে বাগদান সেরেছেন দেব-রুক্মিনী। কলকাতার এক গণমাধ্যমের এমন একটা তথ্য জানা যায়।এমনকি রুক্মিনীও নাকি  নিজের মুখে স্বীকারও করেছেন।

গণমাধ্যমটিতে বলা হয়েছে, পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবির জন্য দেবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করছিলেন। ওখানে হুট করে হাজির হন রুক্মিনী। শাশ্বত চট্টোপাধ্যায় রুক্মিনীকে প্রশ্ন করেন, কেন এসেছেন স্ক্রিপ্ট মিটিংয়ে? পাল্টা জবাবে রুক্মিনী বলেন, আপনি কেন আপনার মুভি প্রিমিয়ারে আপনার বউকে নিয়ে যান! সাথে সাথে রুক্মিনী আরও বলেন, তিনি দেবের বাগদত্তা!

 

রুক্মিনী যে দেবের সব কিছুর সমান অংশীদার তা বলার আর অপেক্ষা রাখে না। তখনই রুক্মিনীর সঙ্গে দেবর সম্পর্কের কথা বলে ফেলেন। দেব স্পষ্ট জানিয়ে দেন, রুক্মিনী তার বাগদত্তা। অনেক আগেই নাকি বাগদান সেরেছেন দেব-রুক্মিনী। আর টলিউডে এখন এটাই সবথেকে আলোচ্য বিষয়।

 

 

ই-বার্তা/ডেস্ক