অভিনয় ছেড়ে অন্য প্রোফেশন বেছে নিলেন জাহ্নবী!
ই-বার্তা।। সাতসকালে উঠে জিমে যাওয়া নিত্যদিনের অভ্যাস অভিনেত্রী ক্যাটরিনা কাইফের৷ মঙ্গলবার সকালেও তাঁর পরিবর্তন হয়নি৷ কিন্তু এদিন জিমের সামনে যেতেই চমকে উঠলেন নায়িকা৷ সুন্দরীর জিমে হাজির নয়া রিসেপসনিস্ট৷
যদিও এটা নিতান্তই মামুলী ব্যপার৷ হতবাক হওয়ার আসল কারণ অন্য৷ আসলে চেয়ারে যে বসেছিলেন তিনি অচেনা কেউ নন, বরং তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু৷
আসলে তিনি হলেন জাহ্নবী কাপুর৷ সম্প্রতি সুন্দরী এসেছিলেন ক্যাটরিনার জিমে৷ এসে দেখেন রিসেপসনিস্টের চেয়ারটা খালি, এবং সামনে রাখা ফোনটি বাজছে৷ তাই তিনি ফোন কানে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কথা বলতে৷ আর সেই সময়ই এন্ট্রি নেন ক্যাট৷
সময়ের বিন্দুমাত্র অপচয় না করে সটান ছবি তোলেন লাস্যময়ী৷ তারপর ইনস্টাগ্রামে আপলোড৷ নায়িকা লেখেন “আমার জিমের মধ্যে রিসেপসনিস্ট জাহ্নবী কাপুর”৷ এদিন সুন্দরী পরেছেন পিঙ্ক কালারের ফ্লোরেল প্রিন্টেট কূর্তি৷
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে জাহ্নবীর ডেবিউ ফিল্ম ‘ধড়ক’৷ সিনেমাটিতে রয়েছেন শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর৷ এই করণ জোহারের প্রযোজিত এই সিনেমাটি মারাঠি ছবি ‘সইরত’-এর রিমেক৷ পরিচালনায় শশাঙ্ক খৈতান৷