সৌদি আরবে সিনেমার নিষেধাজ্ঞা প্রত্যাহার
ই-বার্তা ।। তিন দশক আগে সৌদি কর্তৃপক্ষ বাণিজ্যিক সিনেমার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলছে তারা শিগগিরই সিনেমার লাইসেন্স দেয়া শুরু করবে। আশা করা হচ্ছে আগামী বছরের মার্চ থেকেই প্রথম সিনেমা শুরু হবে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো দেশটির তরফ থেকে।
যদিও সম্প্রতি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ সিনেমার বিষয়ে সতর্ক করেছিলেন।
তার মতে সিনেমার অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে। ১৯৭০ এর দশকে সিনেমা দেখা যেতো সৌদি আরবে।
কিন্তু পরে ধর্মীয় নেতাদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিলো সেখানে।