নভেম্বরে বিয়ে করছেন দীপিকা-রণবীর!
ই-বার্তা।। অনেকদিন ধরেই বলিউড অভিনত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীরের সিংয়ের বিয়ের তারিখ নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন এই জুটি। এজন্য তাদের সব শিডিউল ওই সময় ফাঁকা রাখছেন তারা।
জানা গেছে, আরেক তারকা জুটি বিরাট-আনুশকার মতো দীপিকা-রণবীর জুটিও ইতালিতে তাদের বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ ছবির শুটিং তাদের বিয়ের তারিখের আগেই শেষ হবে। হয়তো ছবিটির সামান্য কিছু কাজ বাকী থাকবে। অন্যদিকে,অনেক ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রস্তাব এলেও দীপিকা এখনও নতুন কোনা প্রজেক্টে হাত দেননি।
সূত্র আরও জানিয়েছে, ইতালিতে দীপিকা-রণবীরের বিয়েতে শুধু আত্মীয়স্বজনরাই উপস্থিত থাকবেন। তবে মুম্বাইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান থাকবে বিশাল আয়োজন। সেখানে তাদের বন্ধুবান্ধবসহ বলিউডের সহকর্মীরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, দুই পরিবারের সদস্যরা ছাড়া ইতালিতে দীপিকা-রণবীরের বিয়েতে বলিউডে রণবীরের অন্যতম ভালো বন্ধু অর্জুন কাপুর এবং দীপিকার পছন্দের ব্যক্তিত্ব শাহরুখ খান উপস্থিত থাকবেন।
গুঞ্জন রয়েছে, ২০১৩ সালে ‘রামলীলা’ ছবির শুটিং করার সময় দীপিকা-রণবীর সিংয়ের সম্পর্কের শুরু হয়।ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।এই জুটিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিতে।
সূত্র : ইন্ডিয়া টুডে