সালমান শাহ তারকা খচিত নায়ক
ই-বার্তা ডেস্ক ।।কার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রের বেশি ক্ষতি সাধন হয়েছে? চিত্রনায়ক মান্না নাকি নায়ক সালমান শাহ’র মৃত্যুতে? সালমান ছিলেন তারকা খচিত নায়ক, কিন্তু মান্না ছিলেন গবেষক।একথা বলেন, ঢালিউড অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি আরও বলেন, মান্না অভিনয় করতেন ছবির উপর গবেষনা করে। যেমন,দেশের মানুষ কীভাবে ছবি করলে দেখবে, হলে কেমন ছবি দেখতে দর্শক আসব্। মানুষের নাড়ি বুঝে সিনেমা করতেন। মান্নার জন্য আমার গভীর শ্রদ্ধা।
আমি নির্দ্বিধায় বলতে পারি, আজকে চলচ্চিত্রের যে বেহাল দশা এটার জন্য অন্তত ৫০ ভাগ দায়ী মান্নার মৃত্যু। শনিবার দুপুর রাজধানীর ঢাকা ক্লাবে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এসব কথা বলেন।
ই-বার্তা//