আদালত চত্বরে ধর্ষণের শিকার
ডেস্ক রিপোর্ট ।। ঘরে বাইরে তো বটেও আজকাল আদালত চত্বরেও যৌন হয়রানির শিকার হচ্ছে নারীরা। শনিবার ভারতের দিল্লির একটি আদালতে এক নারী আইনজীবী ধর্ষণের শিকার হয়েছেন। আর এ ঘটনার অভিযোগের ভিক্তিতে ওই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার কাজ করতে রাত হয়ে যায় ভুক্তভোগী ওই আইনজীবীর। এদিন তিনি ওই সিনিয়র আইনজীবীর চেম্বারে কাজ করছিলেন। আর এ সুযোগ তখনই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী আইনজীবী। সিনিয়র আইনজীবী তখন মত্ত অবস্থায় ছিলেন। তার কোনও কথাই পাত্তা দিচ্ছিলেন না তিনি। রাত হয়ে যাওয়ায় কোর্ট চত্বরও প্রায় ফাঁকা হয়ে যায়। তিনি চিৎকার করলেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন নি।
স্থানীয় থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পুরো বিবরণ শুনে ওই রাতেই পুলিশ গিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই আইনজীবীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ই-বার্তা // ডেস্ক