মামলা করার আগে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হবেঃ দুদক চেয়ারম্যান
ই-বার্তা ডেস্ক।। দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তাদের জন্য ভূমি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রোববার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কারও বিরুদ্ধে মামলা করার আগেই অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, দুর্নীতির তদন্ত করতে হলে সরকারি কার্যপদ্ধতির সব বিষয়ে তদন্ত কর্মকর্তাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা মানে তার স্বাভাবিক জীবনে হস্তক্ষেপ করা। তাই মামলা করার আগেই অভিযোগের বস্তুনিষ্ঠতা দালিলিক প্রমাণাদি এবং সাক্ষ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুদক চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছেন, ধরে নিতে হবে তিনি নির্দোষ। তবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলেই তাকে অভিযুক্ত করা যেতে পারে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের কাজ করা চাকরি ভাবলে হবে না। এটা একটা মিশন। আপনাদের আচরণে, কর্মে এবং সমাজে সততা, নৈতিকতা ও মূল্যবোধের অনুকরণীয় দৃষ্টান্ত হতে হবে। ভূমি ব্যবস্থাপনায় খাসজমি ব্যবস্থাপনা, রেলওয়ে বিভাগের সম্পত্তি ব্যবস্থাপনা, সড়ক ও জনপথ অধিদফতর এবং গণপূর্ত অধিদফতরের অধিগ্রহণকৃত সম্পদ ব্যবস্থাপনা, সম্পত্তি অধিগ্রহণ ও অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ প্রদানের ক্ষেত্রে নানাবিধ দুর্নীতির অভিযোগ কমিশনে আসে। এসব অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। তারপর অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন তার আগে নয়।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু