উ. কোরিয়ার সঙ্গে আলোচনার অর্থ সময় নষ্ট করা: ট্রাম্প


ই-বার্তা প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:৫৯ আমেরিকা

ই-বার্তা।। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার অর্থ হলো সময় নষ্ট করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে এমনটি বলেছেন। আর সেই কারণে টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শও দিয়েছেন ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, নিজের কর্মশক্তি সঞ্চয় করো রেক্স, আমরা যা করার তা করবো।

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জানান, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।

রবিবার এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, "আমাদের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি, তিনি ক্ষুদ্র রকেট মানবের সঙ্গে আলোচনার চেষ্টা করে তার সময় নষ্ট করছেন"।

তবে "আমাদের যা করার করবো"-এই কথাটি তিনি কেন বলেছেন, কী অর্থে বলেছেন সে বিষয়টি পরিষ্কার করেননি ট্রাম্প।

প্রশাসনের কর্মকর্তাদের মন্তব্যের বিপরীতের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ট্রাম্পের মন্তব্যের মধ্যে বৈপরিত্য দেখা গেছে।

গত আগস্ট মাসে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টা পরই প্রতিরক্ষামন্ত্রী দুইদেশের উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেন এই বলে যে, কূটনৈতিক পদক্ষেপ সফল হতে চলেছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ