নিউজিল্যান্ডকে হটিয়ে পাকিস্তানকে শীর্ষে তুলল ভারত


ই-বার্তা প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সকাল ১১:২৯ ক্রিকেট

ই-বার্তা।।দলের সিনিয়র খেলোয়াড় নেহরাকে জয় দিয়ে বিদায় জানাতে চেয়েছিল ভারত। জানালেনও তাই। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেছে দলটি। নিজেদের জয়ের ম্যাচে পাকিস্তানকে একটি সুসংবাদ দিয়েছে কোহলিবাহিনী। নিউজিল্যান্ডকে টপকে র্যাং কিংয়ের শীর্ষে উঠে গেছে সরফরাজবাহিনী।

টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষে থেকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামে নিউজিল্যান্ড। তবে হারলেই নেমে যেতে দ্বিতীয় স্থানে, এমন শঙ্কা ছিল দলটির। হেরেও গেছে দলটি। আর এতেই কিউইদের টপকে প্রথমবারের মত শীর্ষে উঠে গেছে পাকিস্তান।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডবে চালায় স্বাগতিক ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুই ওপেনারের এমন দানবীয় ব্যাটিংয়ে ১৬.২ ওভারের উদ্বোধনী জুটিতে ভারত তুলে ফেলে ১৫৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।

রোহিত শর্মা আর শেখর ধাওয়ান


দুজনই করেছেন ৮০ রান করে। ধাওয়ানের ৫২ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার আর ২টি ছক্কার মার। ৫৫ বলের ইনিংসে রোহিত ৬ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৪টি ছক্কা। ধাওয়ান ফেরার পর হার্দিক পান্ডিয়াকেও শুন্য রানে সাজঘর দেখান ইশ সোধি। শেষদিকে বিরাট কোহলির ১১ বলে ২৬ আর মহেন্দ্র সিং ধোনির ২ বলে ৭ রান করলে ২০২ রানের সংগ্রহ পায় ভারত।

পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ছিল পথহারা। ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে থাকা টম ল্যাথাম টি-টোয়েন্টিতেও করেন ৩৬ বলে সর্বোচ্চ ৩৯ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮। শেষ দিকে দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রান করে ব্যবধান কমান মিচেল স্যান্টনার। র্যাং কিংয়ের শীর্ষ দলের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ফলাফল ৫৩ রানে হার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ