ভারতের বাণিজ্যিক সুবিধা বাতিল করলো যুক্তরাষ্ট্র
ই-বার্তা ডেস্ক।। ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শুল্ক ছাড়াই ৫.৬ বিলিয়ন ডলারের সামগ্রী রপ্তানি করতে পারে ভারত। সেই সুবিধাই প্রত্যাহার করে নিতে চলেছে ট্রাম্প প্রশাসন।
এই ঘোষণার ব্যাখ্যায় ট্রাম্প বলেছেন, ‘ভারত সরকার এবং জাতিসংঘের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এ ধরনের সুবিধা দেবে না।’
ভারত গোটা পৃথিবীতে এই জিএসপি প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত দেশগুলির মধ্যে একটি। আর যুক্তরাষ্ট্রের সেই সুবিধা প্রত্যাহার করে নেয়া অবশ্যই দিল্লির জন্য একটি বড় ধাক্কা।
ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছিল নয়াদিল্লি। কিন্তু হুট করেই বাণিজ্যিক দিক থেকে ভারতকে দেয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে হোয়াইট হাউস।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু