প্রতিটি প্রতিষ্ঠানে কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করতে হবে- পানিসম্পদমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৬ই মে ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৭ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। দেশের সার্বিক উন্নয়নে দেশের সকল ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ১৬ তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “দেশের জিডিপি শতকরা সাত ভাগ বাড়াতে আমাদের প্রতিবেশি দেশ ভারত থেকে আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি। আমি মনে করি দেশের উন্নয়নে সকল ব্যবসায়িকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে”। একই সাথে দেশের সার্বিক উন্নয়নে সকল ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আনিসুল ইসলাম মনে করেন, প্রতিটি প্রতিষ্ঠানে কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এ বছর মোট ৫টি ক্যাটাগরির মধ্যে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড পান মন্নো গ্রুপের হারুনুর রশিদ খান মন্নো। এছাড়া সেরা মহিলা উদ্যোক্তার অ্যাওয়ার্ড পান দোহাটেকের লুনা সামসুদ্দোহা। সেরা প্রতিষ্ঠান সিটি ব্যাংক, এন্টারপ্রাইজ ক্যাটাগরিত মেঘনা গ্রুপ এবং সেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ