হলি আর্টিজান মামলার অভিযোগপত্র এ মাসেই
ই-বার্তা
প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৪২
অপরাধ
ই-বার্তা ।। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় করা মামলায় চলতি মাসেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকলে তিনি এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসেই দেওয়া হবে। এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাগর, রিপন, আকরাম ও খালিদ নামে চারজন পলাতক রয়েছে, যাদের মধ্যে সাগর খুবই গুরুত্বপূর্ণ একজন। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে গ্রেপ্তার করা সম্ভব না হলে তাদের পলাতক দেখিয়েই চার্জশিট দেওয়া হবে।’