আর্মি স্টেডিয়ামে বিকেলে আনিসুল হকের শেষ শ্রদ্ধা
ই-বার্তা
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ০২:৫১
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। শনিবার বিকাল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।
এ তথ্য জানা যায়, আনিসুল হকের পারিবারিক বন্ধু ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে।
শনিবার দুপুরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০০২) আনিসুল হকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মেয়রের মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি তার বনানীর বাসায় নেয়া হয়েছে।
বিকেল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা অর্পণ শেষে সেখানেই বাদ আসর জানাজার পর বনানী কবরস্থানে আনিসুল হক তার মা ও ছোট সন্তান শারাফের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন।
আগের খবর ঢাকায় মেয়র আনিসুল হকের মরদেহ
পরবর্তী খবর মিয়ানমারে রোহিঙ্গা শব্দটি না বলান কারণ বললেন পোপ