‘দুর্বল কুকুরছানা’ কিম জং উনঃ ট্রাম্প
ই-বার্তা
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার
| বিকাল ০৩:৩৮
আমেরিকা
ই-বার্তা ।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য করেছেন। এক টুইটে উনকে একজন ‘ক্ষুদ্র রকেট মানব’ ও ‘দুর্বল কুকুরছানা’ বলে সম্বোধন করেন তিনি।
বুধবার উত্তর কোরিয়া সর্বোচ্চ শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র-আইসিবিএমের সফল পরীক্ষা চালানোর পর বৃহস্পতিবার উনকে নিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প।
টুইটে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে নিবৃত্ত করতে ব্যর্থতার জন্য চীনের উদ্যোগেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘চীনের প্রতিনিধি উত্তর কোরিয়া থেকে ফিরলেন মাত্র। মনে হচ্ছে, ক্ষুদ্র রকেট মানবের ওপর তাদের কোনো প্রভাব নেই।’
পরবর্তী খবর সহিংসতা ঠেকাতে হন্ডুরাসে জরুরি অবস্থা জারি