বিরাট কোহলির টেস্টে পাঁচ হাজার


ই-বার্তা প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:০২ ক্রিকেট

ই-বার্তা ।। বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দারুণ এক মাইলফলক গড়েছেন। ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ৫ হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন এই তারকা ব্যাটসম্যান।

শনিবার দিল্লি টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নামার সময় কোহলির নামের পাশে ছিল ৪৯৭৫ রান। ব্যক্তিগত ২৫ রানে পৌঁছার মধ্য দিয়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

ভারতের হয়ে কোহলির চেয়ে কম ইনিংসে ৫ হাজার টেস্ট রান করেন মাত্র তিনজন। সবচেয়ে কম ৯৫ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান সুনিল গাভাস্কার। বীরেন্দর শেবাগ ৯৯ এবং শচীন টেন্ডুলকার ১০৩ ইনিংসে ৫ হাজারি ক্লাবে প্রবেশ করেন।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৬৩ টেস্টের ক্যারিয়ারে কোহলির রান ৫০৫১। ৫২.৬১ গড়ে ১৯টি সেঞ্চুরির সাহায্যে এই রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ