শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রপুরী ঢাবিয়ানদের প্রতিবাদ সমাবেশ
ই-বার্তা
প্রকাশিত: ৯ই মে ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৪০
ময়মনসিংহ
ই-বার্তা।। নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষক মোঃ ওমর ফারুক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে নেত্রপুরী ঢাবিয়ান
মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান ঢাকাস্থ নেত্রপুরী ঢাবিয়ান নামের একটি সংগঠন।
গত ৩০ এপ্রিল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও ৬৪তম বিসিএস কর্মকর্তা মোঃ ওমর ফারুককে পদার্থ বিজ্ঞান বিভাগে পরীক্ষা সংক্রান্ত কাজ চলাকালীন সময়ে সন্ত্রাসীরা ঢুকে বিভাগীয় প্রধানের কক্ষে ডেকে তাঁর উপর হামলা চালায়।
শিক্ষকদের উপর এমন হামলায় হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন সমাবেশে উপস্থিত নেত্রপুরী ঢাবিয়ান এর সভাপতি ও ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মেহেদি মাসুদ।
এসময় মানবন্ধনে আরোও উপস্থিত ছিলেন, ঢাবি দর্শন বিভাগের শিক্ষক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এর সাধারন সম্পাদক জাকারিয়া আহমেদ, আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম মুজিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
পরবর্তী খবর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার