চুরি ও মারামারি মামলার আসামী ১০মাসের শিশু
ই-বার্তা
প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার
| দুপুর ১২:৩১
রাজধানী
ই-বার্তা।। রাজধানীর মিরপুর থানায় চুরি ও মারামারি মামলার অভিযোগপত্রে ১০মাসের একটি শিশুর বিরুদ্ধে অভিযোগ পত্র দিয়েছে পুলিশ। ঘটনার সময় তার বয়স ছিলো মাত্র ২৮দিন। গত ৩০শে এপ্রিল ঢাকার আদালতে হাজির হয়ে জামিন নিতে হয় শিশুটিকে। শুধু তাই নয়, সেখানে একজন মৃত ব্যক্তির নামেও অভিযোগ পত্র দেয়া হয়েছে, যিনি ২০১৩ সালেই মারা গেছেন।
এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক মারুফুল ইসলামকে ১৬ মে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত। এরই মধ্যে মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপ-কমিশনার মাসুদ আহমেদ।
শিশু রুবেল। চুরি ও মারামারি মামলার ২০ নম্বর আসামি করা হয়েছে তাকে। তাই বাবার কোলেই সে হাজির হয়েছে আদালতের কাঠগড়ায়।
একই মামলায় ২৩ আসামীর মধ্যে বারো নম্বরে নাম রয়েছে মামলার তিন বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানের। আসামি হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্যারালাইসিসে আক্রান্ত মামুনুর রশিদও।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মারুফুল ইসলাম ও বাদী হাবিবুর রহমানের শাস্তি চেয়ে আদালতে একটি আবেদনও করেন আসামির আইনজীবী।
আগের খবর খুব শীঘ্রই আসছে স্বস্তির বৃষ্টি
পরবর্তী খবর সংশোধন হবে মূল্য সংযোজন কর (মূসক) আইন