জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মার্চ ২০১৭, শনিবার
| রাত ০১:৪৫
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বেলা সাড়ে তিনটায় রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মাশরাফি শুনিয়েছেন আশার কথা। গত এশিয়া কাপে শ্রীলঙ্কাতে বাজে ক্রিকেট খেলার স্মৃতি মনে করিয়ে তিনি বললেন খারাপটা ভুলতে চান ভালো ক্রিকেট খেলে।
শেষ টেস্ট জিতে আত্মবিশ্বাস পাওয়া বাংলাদেশের ওয়ানডে দলে আছেন টেস্ট খেলা বেশ কয়েকজন ক্রিকেটার । মাশরাফি তাদের প্রসঙ্গও তুললেন।তিনি বলেন ওয়ানডে দলের বেশ কয়েকজন টেস্টে খেলেছে। তারা বেশ আত্মবিশ্বাসী।’ টেস্টের জয়টা ওয়ানডেতে কাজে আসবে জানিয়ে ম্যাশের কন্ঠে ধ্বনিত হলো সতর্কতাও । বললেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রথম ম্যাচে পরিকল্পনা অনুসারে খেলতে হবে।’
প্রথম ওয়ানডে ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন এবং টেন ক্রিকেট।
আগের খবর ৩০ ছুঁলেন সাকিব আল হাসান
পরবর্তী খবর ১ম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা